ওই রাস্তা দিয়ে কৃষকেরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন,মানুষ মারা গেলে লাশ দাফনের জন্য এই রাস্তা দিয়েই কবরস্থানে নিয়ে যেতে হয়। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে বিষয়টা জানালেও কোন ফল পাননি গ্রামবা। অবশেষ তাঁরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার কাজ শুরু করছে।
এ ঘটনায় বড় ভৈরব গ্রামের সাধারণ মানুষ খুবই আনন্দিত। কারন তাদের অনেক দিনের ভোগান্তি দুর হতে চলেছে। সেখানকার বাসিন্দারা বেশ কয়েক দিন থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও কিছু দিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
গ্রামবাসি বলেন,রাস্তার মাঝখানে বিড়িজ হলেও সংযোগ সড়ক তৈরি করা হয়নি। সামান্য বৃষ্টি ও বর্ষা মৌসুমে গ্রামের বয়স্ক ব্যক্তিদের ও স্কুল পড়ুরা শিক্ষার্থীদের চলাচলে চরম কষ্ট হয়। সবকিছু বিবেচনা করে ভৈরব গ্রামের প্রধানবর্গের পরামর্শে জনসাধারণ সবাই মিলে এ জনকল্যাণকর কাজ করছেন বলে তারা জানিয়েছেন।
তাদের সাথে কথা বলে যানা যায়,এখনো শেষ করতে পারিনি রাস্তার কাজ। উক্ত কাজের জন্য মাটির টাকা সংগ্রহ করা হয় গ্রামবাসীর সকলের কাছ থেকে। রাস্তার কাজ সমাপ্ত করতে প্রয়োজন হবে কয়েক লক্ষাধিক টাকারও বেশি,তবুও তারা আশাবাদী অল্প দিনের মধ্যে রাস্তার কাজ শেষ করে গ্রামবাসির ভোগান্তির অবসান ঘটাবে।